বগুড়ায় ৪৮ ঘন্টার মধ্যেই গ্যাস সরবরাহ শুরু

নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা:
জরুরি রক্ষণাবেক্ষণ কাজ শেষ হওয়ায় ৪৮ ঘন্টার মধ্যেই বগুড়ায় আবারো আবাসিক ও বাণিজ্যিক পর্যায়ে গ্যাস সরবরাহ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (০৫ মে) বিকাল সাড়ে ৫টায় এ তথ্য নিশ্চিত করেছেন পেট্রোবাংলার বগুড়া সেলস ডিপার্টমেন্টের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী দেবদীপ বড়ুয়া।

পেট্রোবাংলা জানায়, বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাশে গ্যাস লাইনের সংস্কার কাজের জন্য ঈদের দিন রাত ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘন্টার জন্য আবাসিক, বাণিজ্যিক কলকারখানা এবং সিএনজি স্টেশন গুলোতে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়।

ওই ঘোষণার পর বগুড়া শহরবাসী দুশ্চিন্তায় পড়ে যায়। কেউ ঈদের আগেই গ্যাস সিলিন্ডার, কেউবা খড়ি সংগ্রহ করে জ্বালানির জন্য।

প্রকৌশলী দেবদীপ বড়ুয়া জানান, বৃহস্পতিবার দুপুর সাড়ে ৩টার পর থেকে আবাসিক ও বাণিজ্যিক পর্যায়ে গ্যাস সরবরাহ চালু করা হয়েছে। এছাড়া সকল সিএনজি স্টেশনগুলো বন্ধ থাকায় পাইপে থাকা রিজার্ভ গ্যাসে আবাসিক লাইনে কোন ভোগান্তি হয়নি। তবে ঈদের দিন-রাত থেকে পরবর্তী সময়ে সহযোগিতা করায় তিনি সকল পর্যায়ের মানুষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।