কাজিপুরে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপ্তি

আবু তৈয়ব সুজয়, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
সিরাজগঞ্জের কাজিপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে তিনদিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ নভেম্বর) বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার এর সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানের বিচারক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামীম আরা, উপজেলা একাডেমিক সুপার ভাইজার আতিকুর রহমান, উপজেলা কৃষি অফিসার রেজাউল করিম, উপজেলা ভেটেরিনারি সার্জন ডাক্তার মাহমুদুল হাসান।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একেএম শাহাআলম মোল্লা’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, শুভগাছা ইউনিয়ন চেয়ারম্যান গিয়াস উদ্দিন, চালিতাডাঙ্গা মোহাম্মদ নাসিম মহিলা কলেজ এর অধ্যক্ষ আলহাজ্ব ফজলুল হক,নাটুয়াপাড়া ডিগ্রি কলেজ এর উপাধ্যক্ষ আব্দুস সালাম প্রমূখ।

এ বছর ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলায় উপজেলার ১৮টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এতে স্কুল পর্যায় মেলায় প্রদর্শিত স্টলের মধ্যে প্রথম হয়েছে হরিনাথপুর উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় মেঘাই ইউসুফ উদ্দিন ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও তৃতীয় হয়েছে যৌথ ভাবে আলমপুর এনএম উচ্চ বিদ্যালয় এবং কাজিপুর আরডি উচ্চ বিদ্যালয়।

কলেজ পর্যায়ে প্রথম হয়েছে নাটুয়ারপাড়া ডিগ্রি কলেজ, দ্বিতীয় কাজিপুর সরকারি মনসুর আলী কলেজ ও তৃতীয় হয়েছে যৌথভাবে চালিতাডাঙ্গা মোহাম্মদ নাসিম মহিলা ডিগ্রি কলেজ ও সরকারি বঙ্গবন্ধু কলেজ।

বিজ্ঞান অলিম্পিয়াড কলেজ পর্যায়ে সেরা হয়েছে কাজিপুর সরকারি মনসুর আলী কলেজ।