শিক্ষার্থীদের হাতধরেই স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে: বগুড়া পুলিশ সুপার

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় প্রতিষ্ঠান মিলনায়তনে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি ও পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী (বিপিএম, পিপিএম)।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সকলের মাঝে দেশপ্রেম জাগ্রত করতে হবে। সকল শিক্ষার্থীকে মানবিক মানুষ হয়ে গড়ে উঠতে হবে। যাতে করে শিক্ষার্থীরা আগামীর সুখী, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে নিজেদেরকে আত্মনিয়োগ করতে পারে।

বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ ও অভিভাবক সদস্য অধ্যাপক ডাঃ শাজাহান আলী, অভিভাবক সদস্য সাইরুল ইসলাম।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কলেজ শাখার শিক্ষক প্রতিনিধি শহীদুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক ইয়াসমিন সুলতানা, শিক্ষক কাজী মুঞ্জুরুল হক, মোস্তাকিম হোসাইন, সালাহ উদ্দিন, আহসান হাবিব, শিক্ষক হাবিবুর রহমান প্রমূখ।