শিবগঞ্জে ইউএনও’র অভিযানে ড্রেজার মেশিনসহ ৯শ মিটার পাইপ জব্দ

সাজু মিয়া, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : অনুসন্ধানবার্তা
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট উম্মে কুলসুম সম্পা। রোববার উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের মহাবালা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

এদিকে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়। এসময় উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে দুটি ড্রেজার মেশিন ও প্রায় ৯০০ মিটার পাইপ জব্দ করা হয়েছে। পরে ভ্রম্যামান আদালতের মাধ্যমে মেশিন, পাইপসহ বালু উত্তোলনের সরঞ্জমাদি গুড়িয়ে দেওয়া হয়।

জানা গেছে, দীর্ঘদিন ধরে মহাবালা গ্রামে একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। কিন্তু ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে যান। এসময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত দুটি ড্রেজার মেশিন ও পাইপ জব্দ করা হয়। ড্রেজার মেশিন ও পাইপের মূল্য প্রায় চার লক্ষাধিক টাকা।