শিবগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত

সাজু মিয়া, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে মহান বিজয় দিবস উপলক্ষে বিজয়ের সুবর্ণ জয়ন্তী পালিত হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে বৃহস্পতবিার সূর্যদয়ের সাথে সাথে ৫০ বার তোপর ধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়।

বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পক স্তবক অর্পূন শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।

পরে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বগুড়া-২ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শরীফুল ইসলাম জিন্নাহ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা, পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, ফাহিমা আক্তার, উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা প্রমুখ।

এরপর শিবগঞ্জ সরকারি এম.এইচ ডিগ্রি কলেজ মাঠে বাংলাদেশ পুলিশ, আনসার, স্কাউটস, বিভিন্ন স্কুল, কলেজের, শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য কুচ কাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়।

সকাল ১০ টায় ক্রীড়া প্রতিযোগিতা, দুপুরে শহীদ হাফিজার রহমান মিলনায়তনে বিজয়ের সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযুদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম ফকির, সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা আব্দুল বারী, সাবেক কৃষি উপ-পরিচালক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, সন্তোষ কুমার, শাহ জাহান আলী প্রমুখ।

বিকাল সাড়ে ৪টায় বিজয়ের সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্ম শত বার্ষিকীতে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে দেশ ব্যাপী শপথ বাক্য পাঠ করান বঙ্গবন্ধু কন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনা।

এর অংশ হিসাবে শিবগঞ্জ সরকারি এম.এইচ ডিগ্রি কলেজ মাঠে উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পার উপস্থিতিতে স্কুল, কলেজ, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবি, সর্ব শ্রেণির জন সাধারণ সহ দলীয় নেতাকর্মীরা শপথ বাক্য পাঠ করেন। পরে রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে এক মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান পরিবেশিত হয়।