ধুনটে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতারে আবারো পুরস্কৃত হলেন এএসআই তাহের

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনট উপজেলায় মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক দুইজন আসামীকে গ্রেফতার করায় আবারো পুরস্কৃত হয়েছেন ধুনট থানার এএসআই আবু তাহের। গত জানুয়ারি মাসের কৃতকার্যের ভিত্তিতে রবিবার (১২ ফেব্রুয়ারী) বগুড়া জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভায় তাকে আর্থিকভাবে পুরস্কৃত করেন পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী (বিপিএম-পিপিএম)।

এসময় আরো উপস্থিত ছিলেন, বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদ (অপরাধ), অতিরিক্ত পুলিশ সুপার মোতাহার হোসেন, শরাফত হোসেন, হেলেনা আক্তার ও সজীব শাহিনসহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, এএসআই আবু তাহের গত দুই বছর আগে ধুনট থানায় যোগদান করেন। তিনি যোগদানের পর ধুনট উপজেলার চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার ও সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতারসহ আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য বগুড়া জেলা পুলিশের পক্ষ থেকে ৭ বার পুরস্কৃত হয়েছেন। এরআগেও তিনি বগুড়া জেলায় কর্মরত অবস্থায় আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ আবদানের জন্য আরো ১১টি বার পুরস্কৃত হয়েছেন। এএসআই আবু তাহের জয়পুরহাট জেলার বাসিন্দা।