বগুড়ার শেরপুরে প্রতিবেশীর বিরুদ্ধে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

নাজমুস সাকিব আপেল, শেরপুর (বগুড়া): অনুসন্ধানবার্তা
বগুড়ার শেরপুর উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে এক মৎস্যচাষীর পুকুরে বিষ দিয়ে অন্তত ১৮ মণ মাছ নিধনের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে মির্জাপুর ইউনিয়নের তালতা গ্রামের শিয়ালবর্ষ এলাকায় এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত মৎস্যচাষী হাফিজার রহমান জানান, গত বছর তিনি বাড়ির পাশে ৫০ শতাংশ পুকুর লিজ নিয়ে কার্প জাতের ৬ মণ মাছের পোনা ছাড়েন। সবমিলিয়ে তার পুকুরে ১৮ থেকে ২০ মণ মাছ ছিল। কিছুদিনের মধ্যে মাছগুলো বিক্রি করার কথা ছিল। কিন্তু শুক্রবার (২৬ এপ্রিল) সকালে পুকুরে মাছের খাবার দিতে গেলে তিনি দেখেন, মাছগুলো ভেসে উঠছে। দুপুরের মধ্যে পুকুরের সব মাছ মরে ভেসে ওঠে। এতে তার প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে।

হাফিজার রহমান অভিযোগ করেন, বেশ কয়েকদিন ধরে প্রতিবেশী ইয়াছিন আলীর ছেলে ইয়াকুব আলীর সঙ্গে তার অপর প্রতিবেশীর সাথে জমি জমা নিয়ে বিরোধ চলছে। হাফিজের ছেলে মিজানুর রহমান সেই অসহায় পরিবারের পক্ষে অবস্থান নেন। তাতেই রাগে ক্ষিপ্ত হয়ে বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছিলেন ইয়াকুব আলী ও তার লোকজন। তিনি দাবি করেন, ইয়াকুব আলীর লোকজন পুকুরে বিষ দিয়ে মাছগুলো মেরে ফেলেছেন।

এবিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।