কাজিপুরে তিন জনকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা

সিরাজগঞ্জের কাজিপুরের চরাঞ্চলে জমি নিয়ে বিরোধের জের ধরে তিনজনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। এঘটনায় একটি মামলা দায়ের হয়েছে।

মামলাসূত্রে জানাযায়, দীর্ঘদিন ধরে ১৭৫ বিঘা জমি নিয়ে নজরুল মাস্টার ও মালেক মেম্বর গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছিল। তারই জের ধরে গত ১১ সেপ্টেম্বর বিকেলে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ওই জমির দখল নিতে যায় মালেক মেম্বর গ্রুপের লোকজন। দখল নিতে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করেন প্রতিপক্ষের লোকজনকে। তখন মহর আলী এগিয়ে গেলে কোন কথা না বলে সরাসরি মোনারুল ইসলাম (৪০) নামের এক যুবক তার মাথায় রামদা দিয়ে কোপ দেয়।

এসময় তিনি ডাক চিৎকার দিলে তারই ভাই মোক্তাল এগিয়ে গেলে তাকেও কোপ দেয় নজু ভুঁইয়া (৪৫)। চিৎকারে স্বজনরা এগিয়ে গেলেও রক্ষা পাননি আব্দুল মান্নানের ছেলে মানিক, আব্দুল খালেকের স্ত্রী চামেলী খাতুন।

এঘটনায় গত ১৪ সেপ্টেম্বরে উপজেলার নিশ্চিন্তপুর ইউনিয়নের গোয়ালবাথান গ্রামের চাঁন মিয়া বাদী হয়ে এ মামলা করেন। এতে বিশ জনকে আসামী করা হয়েছে। এর আগে ১১ সেপ্টেম্বর সন্ধ্যায় নিশ্চিন্তপুরের গোয়ালবাথান গ্রামের লুৎফর ডাক্তারের বাড়ির পূর্বপাশে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত মোক্তাল ও মহর আলী নামের দুইজনকে রাজধানীর পিজি হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছিল।

গোয়ালবাথান গ্রামের সাবেক ইউপি সদস্য চাঁন ব্যাপারী বলেন, মারামারির খবর শুনে দৌঁড়ে গিয়ে উভয় পক্ষকে ঠেকানোর চেষ্টা করি। তাঁরা আমার নিষেধ না মেনে বরং বিপ্লব নামের একজন আমাকে ফলা দিয়ে ঘা মারে। আমি যদি পিছন দিক না সরতাম তাহলে একেবারে পেটের মধ্যে ঢুকে যেত। তাও পেটের একপাশে জখম হয়েছে।

এ ব্যাপারে কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত জানান, আদালতের মামলাটি থানায় রেকর্ড করা হয়েছে। নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ির এসআই মিজানকে মামলাটি তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে।