কাজিপুরে অবৈধভাবে বালু পরিবহন করায় জরিমানা

আবু তৈয়ব সুজয়, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
সরকারি আইন অমান্য করে অবৈধভাবে বালু পরিবহন করার দায়ে কাজিপুরে পাঁচ বালুবাহী ট্রাক আটক করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২০ মে) দুপুরে মেঘাই-সিরাজগঞ্জ সড়কের আলমপুর চৌরাস্তা এলাকায় কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার ও উপজেলা সহকারী কমিশনার ভূমি কাজী মোহাম্মদ অনিক ইসলাম এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা গেছে, বালু বাহী গাড়িগুলো না ঢেকে উন্মুক্ত করে নেওয়া, অপ্রাপ্ত বয়সের ছেলেদের দ্বারা গাড়ি চালানো, গাড়ির বৈধ কাগজপত্র না থাকা এবং চালকের ড্রাইভিং লাইসেন্স না থাকায় প্রতি ট্রাক চালককে দশ হাজার টাকা করে জরিমানা করা হয়।

এ বিষয়ে ইউএনও সুখময় সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবেশ ও জনস্বাস্থ্য ঝুঁকিতে ফেলায় দায়ে দণ্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারায় এই জরিমানা করা হয়েছে এবং জনস্বার্থ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।