কাহালুতে স্ত্রী হত্যা মামলায় স্বামী ও শ্বশুর-শ্বাশুড়ী গ্রেফতার

এম এ মতিন, কাহালু (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার কাহালু উপজেলার কালাই নাটাপাড়া গ্রামের গৃহবধু রিমা (২২) হত্যার মামলার পলাতক তিন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার ভোর রাতে কাহালু থানার এস আই ও মামলার তদন্ত কর্মকর্তা মুকুল চন্দ্র বর্মন ও থানার এ এস আই জাহিদ সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকা জেলার দোহার উপজেলার পলিবাজার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলো- নিহত রিমার স্বামী সাগর প্রাং (২৭), শ্বশুর দিলবর প্রাং (৫১) ও শ্বাশুরী সানোয়ারা বেগম (৪২)।

মামলা সূত্রে জানা যায়, কাহালু উপজেলার কালাই উত্তর নাটাপাড়া গ্রামে গত ২৫ জুলাই রাত সাড়ে ৮ টার দিকে নিজ বাড়ীতে পূর্ব পরিকল্পিত ভাবে ১ সন্তানের জননী রিমাকে তার স্বামী, শ্বশুর ও শ্বাশুরী মারপিট করে গলায় রশি দিয়ে শ্বাসরদ্ধ করে হত্যা করে পালিয়ে যায়।

পরে সংবাদ পেয়ে রাতেই কাহালু থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠান।

এ ঘটনায় নিহত রিমার পিতা বেল্লাল হোসেন বাদী হয়ে গত ২৬ জুলাই তার জামাই সাগর সহ ৩ জনকে আসামী করে কাহালু থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আমবার হোসেন জানান, হত্যা মামলার পলাতক ৩ আসামীকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।