ধুনটে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
বগুড়ার ধুননট উপজেলার ১ হাজার ৮৪০ জন কৃষক-কৃষাণীর মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ হাবিবর রহমান এমপি। -অনুসন্ধানবার্তা

নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা, ধুনট:
বগুড়ার ধুনট উপজেলায় উফশী আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১ হাজার ৮৪০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। প্রণোদনা কর্মসূচির আওতায় প্রতিজন কৃষক ৫ কেজি উফশী আউশ ধানের বীজ, ২০ কেজি ডিএপি এবং ১০ কেজি করে এমওপি সার পাবেন।

সোমবার দুপুর ১২টার দিকে ধুনট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান, আওয়ামীলীগ নেতা গোলাম সোবাহান, শরিফুল ইসলাম খান, জয়নাল আবেদীন খান, সাবেক চেয়ারম্যান এমএ তারেক হেলাল প্রমূখ।