গাইবান্ধা-৫ আসনে প্রার্থীতা প্রত্যাহার করলেন নাহিদুজ্জামান

নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা:
গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের উপ-নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদ নির্বাচন থেকে সরে দাড়ানোর ঘোষণা দিয়েছেন। রবিবার বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ঘোষণা দেন তিনি।

সংবাদ সম্মেলনে নাহিদুজ্জামান নিশাদ বলেন, ইভিএম নিয়ে আলোচনা-সমালোচনা আছে, ভেবেছিলাম ইভিএম দিয়ে সুষ্ঠ নির্বাচন করে সেই সমালোচনা দূর করবে। কিন্তু গাইবান্ধা-৫ আসনের নির্বাচনে একজন প্রার্থীর বহিরাগত সন্ত্রাসীরা ভয় ভীতি, হুমকি ও মারপিট করে ভোটারদের ভোট কেন্দ্র থেকে বের করে দিয়েছে।

যারা এই কাজ করেছে তাদের বিচার না করে নির্বাচন কমিশন ভোটের দায়িত্বে থাকা এলাকার শিক্ষক সহ অন্যদের শাস্তি দিয়েছেন।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন ভোট বন্ধ করে সাহসী ভূমিকা রাখলেও আসল দোষীদের বিচার করে পুনঃ তফসিলের আশায় ছিলাম। কিন্তু নির্বাচন কমিশন তা করেনি। তাই লোক দেখানো প্রহসনের নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নিতে বাধ্য হলাম।

তিনি বলেন, আমার জামানতের টাকা ফেরত দেয়া হোক। কারন শুষ্ঠ ভোট হলে বিপুল ভোটে বিজয়ী হতাম। প্রার্থীতা প্রত্যাহারের পর জামানত বাজেয়াপ্ত হবে, এটা হবে লজ্জাজনক।