কাহালুতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

এম এ মতিন, কাহালু (বগুড়া) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
“নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার কাহালু উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ পালিত হয়েছে। রোববার সকালে বগুড়ার কাহালু উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী শেষে উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্তকরণ করা হয়।

আনুষ্ঠানিকভাবে পোনা মাছ অবমুক্তকরণের উদ্বোধন করেন কাহালু উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ ও উপজেলা নির্বাহি অফিসার পাপিয়া সুলতানা।

এ সময় উপস্থিত ছিলেন, কাহালু উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব মো: হেলাল উদ্দিন কবিরাজ, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো: আব্দুর রশিদ লালু, রওশন আকতার, উপজেলা কৃষি অফিসার ময়নুল হক সরকার, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মো: মাহবুব হাসান চৌধুরী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন, কাহালু মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোছা: রাইহাতুন নাহার, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো: গোলাম মোর্শেদ,
ইউপি চেয়ারম্যান ছেলিম উদ্দিন, আলহাজ্ব মো: আব্দুর রহিম প্রামানিক, মো: নেছার উদ্দিন, জোবায়দুল ইসলাম সবুজ, কাহালু প্রেস ক্লাবের সভাপতি ইউনুস আলী টনি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এম এ মতিন, কাহালু মৎস্য পোনা উৎপাদনকারী সমবায় সমিতি লিঃ এর সভাপতি মো: আব্দুর রাজ্জাক প্রমূখ।

পরে কাহালু উপজেলা পরিষদের হলরুমে উদ্বোধনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপজেলা নির্বাহি অফিসার পাপিয়া সুলতান এর সভাপতিত্বে অনুািষ্ঠত হয়। কাহালুর শ্রেষ্ঠ রেনু পোনা উৎপাদনকারী হিসেবে জাতীয় স্বর্ণ ও রৌপ্য পদকপ্রাপ্ত বিবিরপুকুর শাহসুলতান শাহজালাল মৎস্য বীজাগারের স্বত্ত্বাধিকারী বিশিষ্ট মৎস্যচাষী আলহাজ্ব মো: শফিকুল ইসলামকে ক্রেস্ট প্রদান করেন কাহালু উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ ও উপজেলা নির্বাহি অফিসার পাপিয়া সুলতান। এছাড়া আরো ৫ জনকে ক্রেস্ট প্রদান করা হয়।