বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৫ ডাকাত আটক

সাজু মিয়া, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : অনুসন্ধানবার্তা
বগুড়ার শিবগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৫ ডাকাত সদস্যকে আটক করেছে থানা পুলিশ। গতকাল রাতে শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড় এলাকার জিয়ৎ কুন্ডু এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটকৃতদের কাছ থেকে ১টি চাইনিজ কুড়াল, ১টি দা, ১টি হাসুয়া, ২টি লোহার রড ও ১টি হাতুড়ি জব্দ করে পুলিশ।

আটকৃতরা হলো- শিবগঞ্জ উপজেলার চল্লিশছত্র ঘুঘারপাড়া গ্রামের মৃত: হাছেন মন্ডলের ছেলে রুবেল হোসেন (৪০) ও তার ভাই মোজাফ্ফর হোসেন (৫০), ময়দানহাট্টা ইউনিয়নের জামালপুর গ্রামের মৃত: তমিজ উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম (৪৫), বগুড়া জেলার গাবতলী থানার সাবেকপাড়া পীরগাছা গ্রামের তোতা প্রামানিকের ছেলে মিঠু প্রামানিক, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার ঘোরামারা ফাঁসিতলা গ্রামের দেলোয়ার শেখের ছেলে রাশেদ শেখ (৩০)।

থানাসূত্রে জানা যায়, গত ১ জুন রাত সাড়ে ১১টায় শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড় এলাকায় অভিযান পারিচালনা করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকত দলের সদস্যরা পালানোর চেষ্টা করলে ৫ জনকে আটক করা হয়।

এব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ দীপক কুমার দাস বলেন, গ্রেফতারকৃতরা আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। মহাস্থান জিয়ৎ কুন্ডু এলাকায় ডাকাতির প্রস্তুতিরকালে তাদেরকে অস্ত্রসহ আটক করা হয়েছে। আটকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে।