বগুড়ায় আবারো ডাকাতির প্রস্তুতিকালে র‌্যাবের অভিযানে ৫ ডাকাত গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা :
বগুড়ায় আবারো ডাকাতির প্রস্তুতিকালে র‌্যাবের অভিযানে ৫ ডাকাত গ্রেফতার করেছে র‌্যাব-১২ এর একটি দল। রবিবার (২৩ জানুয়ারি) রাতে বগুড়া শহরের ষ্টেশন রোড এলাকায় অভিযান পরিচালনা করে থেকে ওই ডাকাতদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- বগুড়া সদর থানাধীন কাটনারপাড়া এলাকার মৃত ইনছান আলীর ছেলে বাবু (৩২), উত্তর চেলোপাড়া বটতলা এলাকার মৃত মুক্তি রহমানের ছেলে নছিব রহমান (২০), উপশহর কসাইপাড়া এলাকার মফেলের ছেলে আশিদুল (২৬), ফুলবাড়ী মধ্যেপাড়া এলাকার মৃত মজিবর রহমানের ছেলে আরিফ (২২) ও বাদুরতলা এলাকার মৃত জহির উদ্দীন প্রমানিকের ছেলে সজীব প্রামানিক (৩৬)।

র‌্যাব জানায়, রবিবার রাতে র‌্যাব-১২, বগুড়া ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, বগুড়া জেলার সদর থানাধীন ষ্টেশন রোড এলাকায় কতিপয় ব্যক্তি ডাকাতির উদ্দেশ্যে অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে শলাপরামর্শ করছে।

এমন তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল বগুড়া শহরের ষ্টেশন রোড এলাকায় পরিচালনা করেন। এসময় ডাকাতির প্রস্তুতিকালে ৪টি ছুরি এবং ১টি রশিসহ ৫ ডাকাতকে গ্রেফতার করে র‌্যাব।

র‌্যাব-১২, বগুড়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার সোহরাব হোসেন এতথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, ইতিপূর্বেও বগুড়ার র‌্যাব সদস্যরা বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে প্রায় শতাধিক ডাকাতকে গ্রেফতার করেছিলেন।