ধুনটে দূর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী অবহিতকরণ প্রশিক্ষণ কর্মশালা
বগুড়ার ধুনটে দূর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী (এসওডি) অবহিতকরণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় সভাপতির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত। -অনুসন্ধানবার্তা

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা :
বগুড়ার ধুনট উপজেলায় দূর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী (এসওডি) ২০১৯ অবহিতকরণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকাল ১০টা থেকে ঘন্টা ব্যাপি ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) বরকত উল্লাহ্, ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ্, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলিম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাসিবুল হাসিব, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ্ আল কাফি, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম।

আরো উপস্থিত ছিলেন, গোপালনগর ইউপি চেয়ারম্যান গোলাম হোসেন সরকার, নিমগাছী ইউপি চেয়ারম্যান আজাহার আলী পাইকার, ভান্ডারবাড়ী ইউপি চেয়ারম্যান আতিকুল করিম আপেল, মথুরাপুর ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ সেলিম, পৌর সচিব শাহীনুর ইসলাম, ধুনট প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক রফিকুল আলম, সাংবাদিক মাসুদ রানা, ধুনট মডেল প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক ইমরান হোসেন ইমন প্রমূখ।