ধুনটে পৃথক অগ্নিকান্ডে ২ কৃষকের ৬টি গরুর মৃত্যু

ইমরান হোসেন ইমন, অনুসন্ধানবার্তা :
বগুড়ার ধুনট উপজেলার বিলচাপড়ী ও আরকাটিয়া গ্রামে পৃথক অগ্নিকান্ডে কৃষকের ৬টি গরুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে পৃথক এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে দুই কৃষকের প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।

জানাগেছে, ধুনট উপজেলার বিলচাপড়ী গ্রামের কৃষক শাহীন প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাতে তার গোলঘরে ৫টি গরু রেখে ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে ১১টার দিকে তার গোয়াল ঘরে হঠাৎ করেই আগুনের সূত্রপাত ঘটে। স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করলেও আগুনে পুড়ে শহীনের গাভীন গরু সহ ৫টি গরুর মৃত্যু হয়।

তবে স্থানীয় লোকজনের ধারনা কে বা কারা তার গোয়াল ঘরে আগুন লাগিয়ে দিয়েছে। অগ্নিকান্ডে তার প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

অপরদিকে মঙ্গলবার দিবাগত রাতে আরকাটিয়া দক্ষিণপাড়া এলাকার কৃষক রহিম উদ্দিনের গোয়ালঘরে পৃথক অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে আগুনে পুড়ে তার ১ লাখ টাকা মূল্যের ১টি গরুর মৃত্যু হয়।

ধুনট ফায়ার সার্ভিস এন্ড ডিফেন্সের ইনচার্জ হামিদুল ইসলাম জানান, সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলে। তবে বিলচাপড়ী গ্রামের কৃষক শাহীনের গোয়ালঘরে অগ্নিকান্ডের কোন সূত্রপাত পাওয়া যায়নি। তবে স্থানীয়দের ভাষ্য অনুযায়ি কে বা কারা কৃষক শাহীনের গোয়াল ঘরে লাগিয়ে দিয়েছে।

এছাড়া আরকাটিয়া গ্রামে কৃষক রহিম উদ্দিনের গোয়াল ঘরে মশার কয়েল থেকে পৃথক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছেন বলে জানান তিনি।