ধুনটে সারের মূল্য বৃদ্ধির গুজব ঠেকাতে ইউএনও’র বাজার মনিটরিং
বগুড়ার ধুনট উপজেলায় সারের মূল্য বৃদ্ধির গুজব ঠেকাতে বাজার মনিটরিং করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত। -অনুসন্ধানবার্তা

নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনট উপজেলায় সারের মূল্য বৃদ্ধির গুজব ঠেকাতে নিয়মিত বাজার মনিটরিং করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত।

বৃহস্পতিবার (৪ আগষ্ট) বিকেলে ধুনট বাজারের সার ডিলার ও খুচরা সার বিক্রেতাদের দোকান ও গোডাউন ঘর পরিদর্শন করে সারের মজুদ এবং সরকারি মূল্য তালিকা অনুযায়ী সার বিক্রি করছে কিনা তা তদারকি করেন ইউএনও। এসময় তার সঙ্গে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান সহ সাংবাদিক, পুলিশ ও আনসার সদস্যবৃন্দ।

ইউএনও’র বাজার মনিটরিং

বাজার মনিটরিংকালে ইউএনও সঞ্জয় কুমার মহন্ত বলেন, বর্তমানে কিছু অসাধু ব্যক্তি ও কিছু মিডিয়া সরকারের ভাবমুর্তি ক্ষুন্ন করতে বিভিন্ন প্রকার গুজব রটিয়ে জনমনে নেতিবাচক মনোভাব তৈরির হীন চেষ্টা করছে।

ইউএনও আরো বলেন, বাজারে সারের কোন সংকট নেই। বাজারে পর্যাপ্ত সারের মজুদ রয়েছে এবং সরকার নির্ধারিত মূল্যে যাতে কৃষকেরা সার কিনতে পারে এজন্য মাঝে মধ্যেই বাজার মনিটনিং করা হচ্ছে।