ধুনটে ২৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা :
বগুড়ার ধুনট উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে ২৩ পিস ইয়াবা ট্যাবলেট সহ রাজু মিয়া (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত ওই মাদক ব্যবসায়ী দুপচাঁচিয়া থানাধীন ছোটকোল গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে।

এঘটনায় পুলিশ বাদী হয়ে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী সহ পলাতক আরেক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

জানাগেছে, শনিবার ভোর রাতে ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়নের বেড়েরবাড়ি উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে বটগাছের নিচে বসে গ্রেফতারকৃত রাজু মিয়া (৩৫) ও আরিফুল ইসলাম হিটলু (৩৫) ইয়াবা বিক্রি করছিল।

এসময় গোপন সংবাদের ভিত্তিতে ধুনট থানার এসআই এসআই আব্দুস সালাম আজাদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। তখন পুলিশের উপস্থিতি টের পেয়ে হিটলু পালিয়ে গেলেও রাজু মিয়াকে ২৩ পিস ইয়াবা সহ গ্রেফতার করে পুলিশ।

এঘটনায় পুলিশ বাদী হয়ে গ্রেফতারকৃত রাজু মিয়া এবং বেড়েরবাড়ি গ্রামের আব্দুল জলিলের ছেলে পলাতক আরিফুল ইসলাম হিটলুর বিরুদ্ধে ধুনট থানায় মামলা দায়ের করেন।

তবে এই হিটলুর বিরুদ্ধে ধুনট থানা সহ বিভিন্ন থানায় একাধিক মাদক ও জুয়ার মামলা রয়েছে।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, মামলা দায়েরের পর শনিবার দুপুরে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে বগুড়ার আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া পলাতক আসামীকেও গ্রেফতারের চেষ্টা চলছে।