বগুড়ার গাবতলীতে গুলিতে নিহতদের বিচারের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা, বগুড়া:
বগুড়ার গাবতলী উপজেলার বালিয়াদিঘী সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে গুলিতে নিহত হওয়ার ঘটনার বিচার চেয়ে বগুড়া শহরের সাতমাথায় সুশাসনের জন্য নাগরিক (সুজন) গাবতলী উপজেলা শাখার উদ্দ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

গাবতলী শাখার সদস্য ইফতেখার আহাম্মেদের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা কমিটির সভাপতি হাফিজার রহমান মন্টু, সাধারণ সম্পাদক হুমায়ন আহাম্মেদ, জেলা কমিটির সদস্য কানিজ রেজা এবং নিহতদের স্বজনেরা।

মানববন্ধনে বক্তারা বলেন, নিরীহ ভোটারদের নিরাপত্তা নেই আজ। যে আইন শৃংখলা বাহিনী নিরাপত্তা দিবে তারাই গুলি করে হত্যা করলো সাধারন ভোটারদের।

বক্তারা আরো বলেন, ওই ঘটনার সাথে জড়িতদের বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে উদঘাটন করে দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। অসহায় গ্রামবাসীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার সহ নিহত পরিবারের ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে।
এদিকে আজ সোমবার নিহতদেও প্রত্যেক পরিবারকেজ এক লাখ করে টাকার চেক প্রদান করা হয়েছে বলে জানাগেছে।