বগুড়ায় স্ত্রীর মর্যাদার দাবিতে তরুনীর অনশন!

সাজু মিয়া, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
বগুড়ার শিবগঞ্জে স্ত্রীর মর্যাদার দবিতে অপনশ পালন করছে এক তরুনী। মঙ্গলবার উপজেলার রায়নাগর ইউনিয়নের আলোকদিয়ার গ্রামের সুলতান মাহমুদ তারেকের বাড়িতে ঐ তরুণী অনশনে বসেছে। সুলতান মাহমুদ তারেক ঐ গ্রামের আব্দুর রশিদ এর ছেলে। সে একটি বেসরকারি কোম্পানীতে চাকুরি করছে।

মঙ্গলবার বিকালে সরেজমিনে আলোকদিয়া গ্রামে গিয়ে দেখা যায়, ওই তরুণী স্ত্রীর মর্যাদা পেতে তারেক এর বাড়িতে অনশন করছে।

এব্যাপারে ভুক্তভোগী তরুনী জানায়, গত দেড় বছর যাবৎ তারেক এর সাথে তার প্রেমের সম্পর্ক রয়েছে। তার কথায় সে নাটোর সিংড়ায় গেলে গত ২২ এপ্রিল সেখানে তাকে বিয়ে করে তারেক। তার ভিডিও ফুটেজও রয়েছে। এখন সে স্ত্রী হিসাবে তাকে স্বীকৃতি দিচ্ছে না। একারনে সে নিরুপায় হয়ে স্ত্রীর মর্যাদার দাবিতে তারেকের বাড়িতে অনশন পালন করছে।

তবে এব্যাপারে মোবাইলফোনে সুলতান মাহমুদ তারেক বলেন, নাটোর সিংড়ায় আমাকে ও রিফাকে জোর করে ঐ এলাকার কিছু লোকজন বিয়ে দেয়।
ছেলের বাবা আব্দুর রশিদ বলেন, বিয়ে হয়েছে কি না তা আমার জানা নেই, তবে আমার ছেলে বিয়ে করে থাকলে আমি তাকে পুত্রবধু হিসাবে গ্রহণ করবো।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক কুমার দাস বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।