বগুড়ার দুটি সংসদীয় আসনের নির্বাচনে মনোনয়নপত্র তুললেন হিরো আলম

বগুড়া প্রতিনিধি, অনুসন্ধানবার্তা:
বগুড়ার দুটি সংসদীয় আসনে উপনির্বাচনে মনোনয়নপত্র উত্তোলন করেছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। আসনগুলো হলো- বগুড়া-৬ (সদর) ও বগুড়া-৪ (কাহালু-নন্দিগ্রাম)।

সোমবার দুপুরে হিরো আলম তার সহযোগীদের সাথে নিয়ে বগুড়া জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসানের নিকট থেকে ওই মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এদিকে হিরো আলমের নির্বাচন অফিসে আসার খবর প্রচারের পর পরই নির্বাচন অফিসের বাইরে এবং ভিতরে সাধারণ মানুষ এবং গণমাধ্যমকর্মীদের ভীড় জমে। হিরো আলম তার সহযোগীদের নিয়ে নির্বাচন অফিসে প্রবেশের সময় উপস্থিত সকলের সাথে হেসে হেসে শুভেচ্ছা বিনিময় করে ফরম উত্তোলন করতে অফিসে প্রবেশ করেন।

মনোনয়ন পত্র সংগ্রহের পর তিনি গণমাধ্যমকর্মীদের বলেন, আগের চেয়ে তার লোকবল এবার অনেক বেশী। তাই নির্বাচনী মাঠে হিরোর মতই অবস্থান করবেন। বিগত নির্বাচনে মারামারি হওয়ায় তিনি সাংগঠনিক শক্তি এবং লোকবল বাড়িয়েছেন বলেও জানান তিনি।

তবে কেন তিনি দুটি আসনে নির্বাচন করছেন এমন প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, যখন জনপ্রিয় ছিলেন না, তখন তিনি ইউনিয়ন পরিষদের সদস্য ভোট করেছিলেন। এখন জনপ্রিয় হয়েছি তাই এলাকার মানুষ বলছে আগে যেহেতু বগুড়া সদর থেকে ইউনিয়ন পরিষদের ভোট করেছ, এখন জনপ্রিয় হয়েছ তাই বগুড়া সদর থেকেই তোমাকে ভোট করতে হবে। এলাকার মানুষের অনুরোধ আমি সদর থেকেও ভোট করবো।

আর বিগত সময় যেহেতু কাহালু-নন্দিগ্রাম থেকে ভোট করেছিলাম, এবার ওখান থেকে ভোট না করলে মন খারাপ করবে। তাই দুই এলাকার মানুষকে খুশি করতে দু’টি আসন থেকেই নির্বাচন করতে যাচ্ছি।

তিনি আরো বলেন, আমি হঠাৎ করেই কালো টাকার মালিক কিংবা ব্যাবসায়ী হয়ে টাকা লুট করতে সংসদ সদস্য হতে আসিনি। অনেক আগে থেকেই সেবা মূলক কাজ করে আসছি এবং জনগনের সাথে যোগাযোগ ও মেলামেশা করছি। গরীব জনগনই আমার ভরসা তাদের ভোট এবং ভালোবাসা নিয়ে বিজয়ী হতে আশাবাদী।