সাজু মিয়া, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় করোনা প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় জনগণকে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে মাস্ক বিতরণ করা হয়েছে।
সরকারি ঘোষিত লক ডাউন ৭ জুলাই থেকে বৃদ্ধি করে ১৪ জুলাই পর্যন্ত করা হয়েছে। এর প্রেক্ষিতে মাস্ক বিহীন জরুরী কাজে বাহিরে বের হওয়া জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক তার ব্যক্তিগত উদ্যোগে পৌর এলাকার বিভিন্ন স্থানে মাস্ক বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, রায়নগর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, পৌর কাউন্সিলর আবু সাইদ, রুহুল আমিন সরকার, উপজেলা স্বেচ্ছা সেবকলীগ নেতা সোহেল আক্তার মিঠু প্রমুখ।