বগুড়া প্রতিনিধি :
গত ২৪ ঘণ্টায় বগুড়ার তিন হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় ৭ জন এবং উপসর্গে ৯ জন মারা যান।
রোববার (১ আগষ্ট) সকাল সাড়ে ১১টায় বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন এক অনলাইন ব্রিফিংয়ে এ সব তথ্য জানান।
করোনায় মারা যাওয়া ব্যক্তিদের হলো, সারিয়াকান্দি উপজেলার রহিমা খাতুন (৬০), বগুড়া সদরের তৌহিদা খানম (৭০), সদরের বিউটি বেগম (৪৫) এবং সোনাতলা উপজেলার জহুরুল ইসলাম (৭৯)।
এছাড়াও অন্য জেলার আরো তিনজন বাসিন্দা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।