স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা :
সিরাজগঞ্জের কাজিপুর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৫ গ্রাম হোরোইন সহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুরে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পৃথক মামলা দায়েরের পর কাজিপুর থানা হাজত থেকে সিরাজগঞ্জের আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো- কাজিপুর উপজেলার সাতকয়া গ্রামের ওসমান গণির ছেলে খাইরুল আলম (২০), বড়ইতলী গ্রামের আয়নাল হকের ছেলে রুহুল আমিন (৩৫), আলমপুর গ্রামের মোকলেস তালুকদারের ছেলে রুবেল তালুকদার (৩২), ও মানিকপোটল গ্রামের দুদু মিয়ার ছেলে সেলিম রেজা (৩০)।
কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চনন্দ সরকার জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করছিল। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী খাইরুল আলম এবং ১৫ গ্রাম হেরোইন সহ মাদক ব্যবসায়ী রুহুল আমিন, রুবেল ও সেলিম রেজাকে আটক করা হয়।
এব্যাপারে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে থানায় পৃথক মামলা দায়েরের পর বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে।