বগুড়ায় ভোট গণনা নিয়ে পুলিশের গুলিতে দুই জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা,
বগুড়ার গাবতলী উপজেলার বালিয়াঘী ইউনিয়নে ভোট গণনা নিয়ে পুলিশের গুলিতে দুই জনের মৃত্যু হয়েছে। এছাড়াও আরো চার জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ওই এলাকার বাসিন্দা স্থানীয় সাংবাদিক এইচএম রাঙ্গা জানান, ভোট গ্রহণের পর বলিয়াদিঘী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কালাইহাটা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট শেষে গণনার জন্য উপজেলায় নিয়ে যেতে গেলে স্থানীয় লোকজন বলে এখানেই ভোট গণনা করেন এবং ফলাফল দিন।

এবিষয় নিয়ে স্থানীয় লোকজন উত্তেজিত হলে পুলিশ গুলি বর্ষণ করে। এতে মুক্তিযুদ্ধার মেয়ে সহ দুই জন ঘটনাস্থলেই নিহত হন। গুলিতে আহত হন আরো চারজন।

এব্যাপারে বগুড়ার গাবতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়া লতিফুল জানান, ওই ভোট কেন্দ্রে অপ্রিতিকর ঘটনার পর পরই সেখানে বিজিবি এবং ম্যাজিষ্ট্রেট গিয়েছিল।

তবে সেখানে গুলি করা হয়েছে বলে শুনেছি। সেখান কেউ মারা গেছে কিনা, কিংবা গুলি বিদ্ধ হয়েছে কিনা, তা এখনও জানা যায়নি।

এব্যাপারে এব্যাপারে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিষ্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা রওনক জাহানকে মোবাইলফোনে যোগযোগের চেষ্টা করা হলেও তার কোন বক্তব্য পাওয়া যায়নি।