ধুনটে বিএনপি নেতা সেলিমের বহিস্কারাদেশ প্রত্যাহার
বগুড়া জেলা বিএনপির নেতৃবৃন্দের কাছে বহিস্কারাদেশ প্রত্যাহারের দলীয়পত্র পৌঁছে দেন ধুনট পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর প্রশাসক আকতার আলম সেলিম। -অনুসন্ধানবার্তা

নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা, ধুনট :
বগুড়ার ধুনট পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আকতার আলম সেলিমের বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক দলীয়পত্রে তার এই বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়।

শুক্রবার (১৫ এপ্রিল) বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক হাতে বহিস্কারাদেশ প্রত্যাহারের দলীপত্রটি পৌঁছে দেন বিএনপি নেতা ও সাবেক পৌর প্রশাসক আকতার আলম সলিম।

দলীয়সূত্রে জানাযায়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গঠনতন্ত্র মোতাবেক প্রায় ৭ বছর আগে ধুনট পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আকতার আলম সেলিমকে বিএনপি থেকে বহিস্কার করা হয়েছিল। পরবর্তীতে তিনি দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডের জন্য দু:খ প্রকাশ করায় তার আবেদনের প্রেক্ষিতে দীর্ঘ বছর পর তার এই বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়।