ধুনটে ৬ মাসের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনট উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৬ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ডপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রবিবার (১৪ আগস্ট) দুপুরে গ্রেপ্তারকৃত ওই আসামীকে ধুনট থানা হাজত থেকে বগুড়ার আদালতে সোপর্দ করা হয়।

গ্রেপ্তারকৃত লুৎফর রহমান সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার কাচিহারা গ্রামের কেরামত আলীর ছেলে। বর্তমানে সে ধুনট উপজেলা পরিষদের চারতলা বিল্ডিংএ বসবাস করেন। লুৎফর রহমান ধুনট উপজেলা কৃষি অফিসের নৈশ প্রহরী থাকাকালীর সরকারি ভবনের একটি ফ্লাট বরাদ্দ নেন। লুৎফর রহমান বর্তমানে বগুড়ার নন্দীগ্রাম উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে কর্মরত রয়েছে।

এব্যাপারে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, অর্থঋণ আদালতে দায়েরকৃত মামলায় তাকে ৬ মাসের কারাদণ্ড এবং ৫ লাখ ১০ হাজার অর্থদণ্ড প্রদান করা হয়। কিন্তু এরপর থেকেই সে পলাতক ছিল। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তারের পর রবিবার আদালতে প্রেরন করা হয়েছে।