বগুড়া প্রতিনিধি, অনুসন্ধানবার্তা: বগুড়ায় বাসের ধাক্কায় ফুয়াদ হোসেন (২০) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। রোববার সকাল ১১ টার দিকে বগুড়া সদর উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কে বাঘোপাড়া বন্দরে এই ঘটনা ঘটে।
এতে মোটরসাইকেলে থাকা কাউয়ুম হাসান নামে এক আরোহী আহত হয়েছেন। নিহত ফুয়াদ বগুড়া সদর উপজেলার গোকুল ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের আব্দুল হান্নানের ছেলে। তিনি বেসরকারি পলিটেকনিক টিএমএসএসে ইলেক্ট্রনিক বিভাগের শেষ বর্ষের ছাত্র ছিলেন।
বগুড়া মেডিকেল কলেজ হাসপাতাল ফাড়ির এসআই মন্তাজ আলী জানান, ফুয়াদ ও তার বন্ধু কাইয়ুম মোটরসাইকেল যোগে বগুড়া শহর থেকে মহাস্থানগড়ের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বাঘোপাড়া বন্দর এলাকায় পৌঁছালে রংপুর থেকে বগুড়াগামী একটি অজ্ঞাত বাস তাদের ধাক্কা দেয়।
আরো পড়ুন- গ্রুপিং রাজনীতি ভুলে দীর্ঘ ১০ বছর পর ঐক্যের পথে ধুনট উপজেলা আওয়ামীলীগ
এতে তারা দুজনেই মাটিতে ছিটকে পড়ে। পরে তাদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ফুয়াদকে মৃত ঘোষণা করে।