বগুড়ায় বাল্য বিবাহ ও ইভটিজিং বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়া সদর উপজেলা প্রশাসনের আয়োজনে বাল্য বিবাহ, ইভটিজিং, আত্মহত্যা, মাদক, মোবাইলের অপব্যবহার, কিশোর গ্যাং ও ডেঙ্গু প্রতিরোধ বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, শারীরিক শিক্ষা শিক্ষক ও শিক্ষিকা এবং অভিভাবক সদস্যদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বগুড়া সদর উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি আবু সুফিয়ান সফিক।

বগুড়া সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মাহাবুব মোর্শেদের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রায়হানুল ইসলাম, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান এইচ ইকবাল, মহিলা ভাইস চেয়ারম্যান ডালিয়া নাসরিন রিক্তা, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান।

এসময় আরো উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বদরুল আলম, ফরিদ উদ্দিন সরকার, রাজিবুল ইসলাম খান রাজু, প্রভাষক এনামুল হক রুমি, আতিকুর রহমান, রফিকুল ইসলাম, মেহেদী হাসান প্রমুখ। অনুষ্ঠানে সদর উপজেলার ১১ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ৯৪টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শারীরিক শিক্ষক, অভিভাবক সদস্যবৃন্দ অংশগ্রহন করেন।