কলাগাছ কর্তন

শিবগঞ্জ(বগুড়া) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
বগুড়ার শিবগঞ্জ পৌর এলাকায় এক কৃষকের কলা বাগানের গাছ কর্তন করে প্রায় ৫০ হাজার টাকা ক্ষতি করা হয়েছে। এই ঘটনাটি ঘটেছে পৌর এলাকার নাটমরিচাই কালীপাড়া গ্রামে।

জানা যায়, পৌর এলাকার ৯নং ওয়ার্ডের কালিপাড়া গ্রামের বাবলু মিয়ার ছেলে কৃষক স্বপনের ১২ শতক জমিতে কলা গাছের চারা রোপন করে পরিচর্যা করে আসছে। কলাগাছগুলো বেশ সতেজ হয়েছে। এদিকে জমি বর্গার টাকা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে লালদহ গ্রামের মিনারুল ইসলাম, জামিরুল ইসলাম সহ কয়েকজন যুবক কলা গাছগুলো কর্তন করে।

এব্যাপারে কৃষক স্বপন বলেন, মিনারুল সহ বেশ কয়েক জন মিলে আমার কলা বাগান থেকে ১২০টি কলাগাছ কর্তন করে করেছে। প্রতিপক্ষ আমার কলা গাছ কর্তন করায় আমার প্রায় ৫০ হাজার টাকা ক্ষতি সাধন হয়েছে। এবিষয়ে আমি বিচার চেয়ে শিবগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছি।

এব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ বলেন, এবিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।