কাজিপুরে মোহাম্মদ নাসিম পর্যটন কেন্দ্রের উদ্বোধন

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মেঘাই এলাকায় বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাসিম পর্যটন কেন্দ্র চালু করা হয়েছে। শুক্রবার পর্যটন কেন্দ্রটির শুভ উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী।

শুক্রবার সকালে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সদর ইউনিয়নের মেঘাই এলাকায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোঃ মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের চেয়ারম্যান রাহাত আনোয়ার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-১ আসনের এমপি তানভীর শাকিল জয়, অতিরিক্ত বিভাগীয় কমিশনার জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক তমাল হোসেন, কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার, পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান বিপ্লব সহ দলীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনসংযোগ কর্মকর্তা জিয়াউল হক হাওলাদার।

দেশের পর্যটন শিল্পের গুরুত্ব বিবেচনায় রাজস্ব আয়সহ পর্যটন খাতের অবদান বৃদ্ধির জন্য সরকার ২০১৬ সালকে পর্যটন বর্ষ হিসেবে ঘোষণা করেছেন।

এরই ধারাবাহিকতায় কাজিপুর উপজেলার যমুনা নদীর তীরে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাসিম পর্যটন কেন্দ্র গড়ে তোলা হয়। ৬.৬৭ একর জমির উপর ৪ কোটি ১৭ লাখ ৬৬ হাজার টাকায় নির্মিত হয়েছে পর্যটন কেন্দ্রটি। এতে থাকছে রয়েছে ২টি এসি রুম, রেস্তোরাঁ, ড্রিংকস কর্ণার, কার পার্কিং, পৃথক ওয়াসরুম, পিকনিক সেড সহ বিভিন্ন সুবিধা।