বিএনপির শীর্ষ নেতা টিএস আইয়ুব গ্রেপ্তার

জেমস আব্দুর রহিম রানা, অনুসন্ধানবার্তা:
যশোরের বাঘারপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র যুগ্ম সম্পাদক ও নাশকতা মামলার এজাহারভুক্ত আসামী ইঞ্জিনিয়ার টিএস আইয়ুবকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১২ নভেম্বর) সকালে শহরের মনিহার সিনেমা হলের সামনে থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

কোতয়ালী থানার ওসি (অপারেশন) পলাশ বিশ্বাস জানান, গত ৩১ অক্টোবর যশোর-নড়াইল সড়কের হামিদপুর এলাকা থেকে যাত্রীবাহী দুটি বাস থেকে বিএনপির ৬৬ নেতাকর্মীকে আটক করে বাসের ভেতর থেকে ককটেল, পেট্রোল ও লাঠি জব্দ করে পুলিশ। এ ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম, জেলার শীর্ষ নেতৃত্বসহ ৮৭ জনকে আসামি করা হয়। গ্রেপ্তারকৃত টিএস আইয়ুব এই মামলার পলাতক আসামী ছিল।

জানা যায়, এই মামলা ছাড়াও টিএস আইয়ুবের বিরুদ্ধে বাঘারপাড়া থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে ইতোপূর্বে পাঁচটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।