ধুনটে বিস্ফোরণ মামলায় দুই যুবদল নেতা গ্রেপ্তার
বগুড়ার ধুনটে বিস্ফোরণ মামলায় গ্রেপ্তারকৃত যুবদল নেতা আশিক রানা (৪৩) ও জুয়েল রানা (৩১)। -অনুসন্ধানবার্তা

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনট উপজেলার হুকুমআলী বাসষ্ট্যান্ড এলাকায় বিস্ফোরণ ও নাশকতার অভিযোগে দায়েরকৃত বিস্ফোরণ মামলায় দুই যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার গ্রেপ্তারকৃতদের ধুনট থানা হাজত থেকে বগুড়ার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো- ধুনট সদরের উত্তর অফিসারপাড়া এলাকার মনতাজ আলী আকন্দের ছেলে আশিক রানা (৪৩) ও চৌকিবাড়ী ইউনিয়নের নছরতপুর গ্রামের আজিজুর রহমান শেখের ছেলে জুয়েল রানা (৩১)।

পুলিশ জানায়, ২০২২ সালের ২৩ নভেম্বর ধুনট হুকুমআলী বাসষ্ট্যান্ড এলাকায় বিস্ফোরণ ও নাশকতার ঘটনায় একটি মামলা দায়ের হয়। ওই মামলায় পলাতক ছিলেন আশিক রানা ও জুয়েল রানা। রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ধুনট থানা পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম, বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধে এপর্যন্ত এই উপজেলায় কোন নাশকতার ঘটনা ঘটেনি। তবে পূর্বের একটি নাশকতার মামলার পলাতক আসামী হিসেবে দুই যুবদল নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীদের সোমবার ধুনট থানা হাজত থেকে বগুড়ার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।