ধুনটে জমি নিয়ে বিরোধে বাড়িতে ঢুকে গৃহবধুকে মারধর

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে জমি নিয়ে বিরোধে বাড়িতে ঢুকে আলেয়া খাতুন (৫৫) নামে এক গৃহবধুকে বেদম মারধরে আহত করেছে প্রতিপক্ষরা। শনিবার এঘটনায় ওই গৃহবধুর স্বামী আলতাব হোসেন বাদী হয়ে প্রতিবেশি তিনজনকে আসামী করে ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগসূত্রে জানাগেছে, ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের ছোট চিকাশী গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে আলতাব হোসেনের সঙ্গে প্রতিবেশি আব্দুল মন্ডল, ফেরদৌস মন্ডল ও ফজলুলের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এরই জের ধরে গত ২ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে প্রতিপক্ষরা লাঠি-শোডা হাতে নিয়ে আলতাব হোসেনের বাড়িতে গিয়ে গালাগলি করতে থাকে। এসময় আলতাব হোসেনের স্ত্রী তাদেরকে গালাগালি করতে নিষেধ করলে তারা ক্ষিপ্ত হয়ে তাকে বেদম মারধর করে। পরে তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে প্রতিপক্ষরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা গৃহবধু আলেয়াকে উদ্ধার করে ধুনট হাসপাতালে ভর্তি করে।

তবে এবিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈকত হাসান বলেন, জমি নিয়ে বিরোধের জের গৃহবধুকে মারধরের অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।