ধুনটে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
বগুড়ার ধুনটে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান এমপি। -অনুসন্ধানবার্তা

ধুনট (বগুড়া) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
বগুড়ার ধুনটে ইউনিয়ন পর্যায়ে প্রাথমিক শিক্ষা সনদ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার বিকালে চৌকিবাড়ী ইউনিয়নের বিশ্বহরিগাছা বহালগাছা উচ্চ বিদ্যালয় মাঠে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান এমপি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি হাবিবর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা ব্যবস্থার ব্যাপক পরিবর্তন এনেছেন। বহুতল ভবন নির্মান করে দিয়েছেন। অতিরিক্ত শিক্ষক নিয়োগ, বেতন বৃদ্ধি, শিক্ষার্থীদের উপ-বৃত্তি সহ বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করছেন।

তিনি আরো বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আগে শিক্ষিত জাতি গঠন করতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্ন পূরন করতে তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষিত জাতি গঠনে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন। তাই আগামী নির্বাচনে আবারো নৌকায় ভোট দিয়ে স্মার্ট বাংলাদেশ গঠনে সকলের সহযোগিতার আহবান জানান তিনি।

আরো পড়ুন- সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারণা, গ্রেফতার ৩

ধুনট উপজেলা শিক্ষা কমিটির সদস্য ও বিশ্বহরিগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আব্দুস সবুরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ধুনট থানার ওসি রবিউল ইসলাম, চৌকিবাড়ী ইউপি চেয়ারম্যান হাসানুল করিম পটু, উপজেলা শিক্ষা অফিসার ফজলুর রহমান, সহকারী শিক্ষা অফিসার অরুন কুমার দেবনাথ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি গোলাম সোবাহান, যুগ্ন সম্পাদক শরিফুল ইসলাম খান, সাবেক দপ্তর সম্পাদক আফসার আলী, বিশ্বহরিগাছা বহালগাছা উচ্চ বিদ্যালয়ের সভাপতি জাহিদ হাসান বিল্পব, প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, এমরুল কায়েস খান, বাহলুল হক, আতিকুর রহমান খোকন, সহকারী শিক্ষক আহসান হাবিব প্রমূখ।