স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ায় ১৮ লাখ টাকা মূল্যের ১৮০ গ্রাম হেরোইসহ ১জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২ এর একটি দল। সোমবার গ্রেপ্তারকৃত ওই মাদক ব্যবসায়ীকে আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী নাজমুস সাদাত মুন (৩৯) চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের দারিয়াপুর এলাকার কামরুজ্জামানের ছেলে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া জেলার নন্দীগ্রাম থানাধীন বগুড়া নাটোর মহাসড়কে মথুরাপুর গ্রামস্থ নন্দীগ্রাম সিংড়া সীমানা সাইন বোর্ড এর সামনে পাকা রাস্তার উপর ১জন ব্যক্তি মাদকদ্রব্য হেরোইন বিক্রি করার জন্য অবস্থান করছিল।

এই সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের একটি আভিযানিক দল সোমবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী নাজমুস সাদাত মুনকে গ্রেপ্তার করা হয়।

আরো পড়ুন- বিদেশি পিস্তল ও গুলিসহ ২ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

এসময় তার কাছ থেকে ১৮ লাখ টাকা মূল্যের ১৮০ গ্রাম হেরোইন, ২টি মোবাইল, ৩টি সীমকার্ড এবং নগদ ৫ হাজার ৮০০ টাকাসহ উদ্ধার করা হয়।

র‌্যাব-১২, বগুড়া ক্যাম্পের স্কোয়াড কমান্ডার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে বগুড়ার নন্দীগ্রাম থানায় মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে।