শাহজাহান আলী, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার পাটাগ্রাম রোডের বানিয়াযান ব্রীজের উপর মোটরসাইকেলের ধাক্কায় ওসমান গনি (৬২) নামে এক পথচারী নিহত হয়েছে। নিহত ওই বৃদ্ধা বগুড়ার ধুনট উপজেলার গোপালনগর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার (২২ জুন) সকাল ৯টায় ওসমান গনি তার মেয়ে জামাইয়ের বাড়ি কাজিপুরের গান্ধাইল ইউনিয়নের বাঐখোলা থেকে নিজ বাড়িতে যাচ্ছিল। পথিমধ্যে স্থানীয় বানিয়াযান খালের ব্রীজের উপর পৌছা মাত্র বিপরীত দিকে থেকে বেপরোয়া গতিতে আসা একটি মোটরসাইকেল ওসমান গণিকে ধাক্কা দিলে তিনি ছিটকে রাস্তার উপর পড়ে যায় এবং তার মাথায় গুরুতর জখম হয়। এ সময় স্থানীয়রা ওসমান গনি কে উদ্ধার করে কাজিপুর সদর হাসপাতালে নেয়ার পথে রাস্তায় তাঁর মৃত্যু হয়।
এঘটনায় নয়ন (২২) নামের মোটরসাইকেল চালকও আহত হয়। আহত মোটর সাইকেল চালক সিরাজগঞ্জ সদরের একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসাধীন আছে। সে সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের কুড়ালিয়া গ্রামের জহুরুল কাজির ছেলে বলে জানা গেছে। পুলিশ ঘটনাস্থল থেকে মোটরসাইকেল টি উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে গেছে।