স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা :
বগুড়ার ধুনট উপজেলায় বাল্য বিবাহ প্রতিরোধে কাজীদের সঙ্গে ধুনট থানা পুলিশের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ জুন) দুপুরে ধুনট হুকুমআলী বাসস্ট্যান্ড এলাকায় মতবিনিময় সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা।
বগুড়া জেলা মুসলিম ম্যারেজ রেজিস্টার কল্যাণ সমিতির সভাপতি আলহাজ¦ কাজী মাওলানা মাহমুদুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন ধুনট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন আলম, ধুনট থানার এসআই নূরুজ্জামান, কাজী আবু আইয়ুব বাশার, গোলাম ফারুক, আব্দুস সামাদ, আল আমিন, শহিদুল ইসলাম, আবুল কালাম আজাদ, নিবারন চন্দ্র, মো: সাইম প্রমূখ।