সাজু মিয়া, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি :
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ ভাবে পালনের লক্ষে বগুড়ার শিবগঞ্জ উপজেলায় এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ আগস্ট) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে সহকারি কমিশনার (ভূমি) মৌলী মন্ডলের সভাপতিত্বে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু, পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তারক নাথ কুন্ডু, থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) হাসমত উল্লা, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী, নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমান, একাডেমিক সুপার ভাইজার পদ্মা রানী, ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলাম, শফিকুল ইসলাম শফিক, তোফায়েল আহমেদ সাবু, মোজাফ্ফর হোসেন, মাহমুদ হোসেন তৌফিক, আব্দুল হাই প্রধান প্রমুখ।