স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা :
গত ২৪ ঘণ্টায় বগুড়ায় করোনায় ও উপসর্গে আরো ৬ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৫ জন করোনায় ও ১ জন উপসর্গ নিয়ে মারা গেছেন।
সোমবার (৩০ আগস্ট) বগুড়া জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাজ্জাদ-উল-হক এতথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, জেলায় বর্তমানে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ২৩৯ জন। তাদের মধ্যে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১৬৪ জন। বাকিরা বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন।
তিনি আরো জানান, এপর্যন্ত জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়ে ৭৪৯ জনে। তন্মধ্যে শুধু বগুড়ার বাসিন্দা রয়েছেন ৬৬১ জন। বাকিরা অন্য জেলার বাসিন্দা।