শেরপুর (বগুড়া) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
বগুড়ার শেরপুর উপজেলার রানীরহাট বাজার এলাকায় বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় শেরপুর থানা পুলিশের আয়োজনে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান খন্দকারের সভাপতিত্বে সমাবেশ প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বিপিএম।
শেরপুর থানার এসআই আব্দুস সালামের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর-ধুনট সার্কেল) সজীব শাহরীন, স্থানীয় এমপি হাবিবর রহমানের ছেলে ধুনট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী আসিফ ইকবাল সনি, শেরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান ভুট্টো।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভবানীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বিশালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন খান, তাড়াশ উপজেলার তালম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক, বিশালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম, ব্যবসায়ী নেতা নাজিমুদ্দিন, ইউপি সদস্যা শামীমা আক্তার প্রমুখ।