বগুড়ায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ায় স্ত্রীকে মারপিটের পর বালিশ চাপা দিয়ে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে তাকে ২৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডাদেশ প্রদান করা হয়। এছাড়া মামলার অন্য চার আসামিকে খালাস দেওয়া হয়েছে।

বুধবার (২৯ নভেম্বর) বগুড়ার অতিরিক্ত দায়রা জজ আদালত নং-৩ বিচারক জালাল উদ্দিন এই রায় ঘোষণা করেন। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামী সবুজ মিয়া শাজাহানপুর উপজেলার জালশুকা দহপাড়া এলাকার হাকিম উদ্দিনের ছেলে।

এবিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবি বিনয় কুমার বিশু জানান, ২০১২ সালের ২৩ আগস্ট সবুজ মিয়া তার স্ত্রী কোহিনুর বেগমকে মারপিটের পর বালিশ চাপা দিয়ে গুরুতর আহত করে। পরে ওই গৃহবধুকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় কোহিনুরের বড় ভাই লিটন বাবু বাদি হয়ে মামলা দায়ের করলে দীর্ঘ ১১ বছর পর আদালত এই হত্যা মামলায় রায় ঘোষণা করেন। মামলায় রায়ে আসামী সবুজের বাবা-মা সহ অপর চার আসামিকে অব্যাহতি দেন আদালত।