সিরাজগঞ্জ-১ আসনে বিপুল ভোটে নির্বাচিত জয়

আবু তৈয়ব সুজয়, কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : অনুসন্ধানবার্তা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-১ আসনে ২ লাখ ৭৫ হাজার ৮ ৩২ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী প্রকৌশলী তানভীর শাকিল জয় (নৌকা)। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির জহুরুল ইসলাম (লাঙ্গল) পেয়েছেন ৩ হাজার ১৩৯ ভোট। তানভীর শাকিল জয় এরআগেও দু’বার সংসদ সদস্য নির্বাচিত হন।

আওয়ামীলীগের ঘাঁটি পরিচিত সিরাজগঞ্জ-১ আসনটি কাজীপুর উপজেলা এবং সদরের পাঁচ ইউনিয়ন নিয়ে গঠিত। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তথ্য-ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রের তথ্য অনুযায়ী এই আসনে মোট ৩ লাখ ৯৪ হাজার ৬৭২ জন ভোটার ১৭৩টি ভোট কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করে। ৪ জন প্রতিদ্বন্দ্বি প্রার্থীর অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে নৌকা প্রতীকের প্রকৌশলী তানভীর শাকিল জয় ২ লাখ ৭৮ হাজার ৯৭১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির জহুরুল ইসলাম পেয়েছেন ৩ হাজার ১৩৯ ভোট। এছাড়াও জাসদের সাইফুল ইসলাম ৭৪৮ ভোট এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন দলের সবুজ আলী ৫৭০ ভোট পেয়েছেন।