অনুসন্ধানবার্তা ডেস্ক :
চট্টগ্রামের এক ব্যবসায়ীর কাছ থেকে ২০টি স্বর্ণবার নিয়ে আত্মসাতের মামলায় ডিবির ওসি সহ ৬ জনকে রিমান্ডে নিয়েছে পুলিশ।
বুধবার (১১ আগস্ট) দুপুরে ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক আব্দুল্লাহ খান তাদের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন।
আদালত পুলিশের পরিদর্শক গোলাম জিলানী এবিষয়টি নিশ্চিত করে জানান, প্রত্যেকের পাঁচদিন করে রিমান্ড আবেদন করলে আদালত ডিবির ওসি সাইফুল ইসলামকে ৪ দিন, এসআই মোতাহের হোসেন, মিজানুর রহমান ও নুরুল হক এবং এএসআই অভিজিত বড়ুয়া ও মাসুদ রানাকে ৪ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।
ফেনীর পুলিশ সুপার খন্দকার নুরুন্নবী জানান, গত রোববার বিকেলে চট্টগ্রাম থেকে ঢাকায় যাচ্ছিলেন স্বর্ণ ব্যবসায়ী গোপাল কান্তি। পথিমধ্যে ফেনীর ফতেহপুর রেলক্রসিং এলাকায় পৌঁছালে ডিবি পুলিশের ওই সদস্যরা স্বর্ণ ব্যবসায়ী গোপাল কান্তি গাড়ি থামান। ওই সময় তার কাছে থাকা ২০টি স্বর্ণবার নিয়ে যান তারা।
এ ঘটনায় ব্যবসায়ী গোপাল ক্লান্তি বাদী হয়ে পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ করলে তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া যায়।
এরপর প্রথমে পুলিশ অভিযুক্ত ৪ জনকে আটক করে। তাদের জবানবন্দি অনুযায়ী আরও দুজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।
এঘটনায় মঙ্গলবার রাতে গোপাল ক্লান্তি বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেছেন। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান তিনি।