বাড়তি দামে আলু বিক্রি

জেমস আব্দুর রহিম রানা, যশোর: অনুসন্ধানবার্তা
বাড়তি দামে আলু বিক্রি করায় যশোরের মনিরামপুর বাজারের তিন আড়ত মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৩১ অক্টোবর দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান অভিযান চালিয়ে তাঁদেরকে ৩০ হাজার টাকা জরিমানা করেন।

এসিল্যান্ড আলী হাসান বলেন, বাজার তদারকির সময় দেখা গেছে, মনিরামপুর কাঁচা বাজারের আড়ত মালিকেরা সরকার নির্ধারিত আলুর দাম ৩৬ টাকার পরিবর্তে ৪৫ টাকা বিক্রি করছেন। এ ছাড়া তাঁরা যেসব স্থান থেকে আলু ক্রয় করছেন তার কোনো রসিদ দেখাতে পারেননি। এসব কারণে ভাই ভাই ভান্ডারের মালিক মিজানুর রহমান, মেসার্স সরদার ভান্ডারের মালিক হানিফ আলী ও মেসার্স পিয়াল বাণিজ্য ভান্ডারের ব্যবস্থাপক তহিদুল ইসলামকে ১০ হাজার টাকা করে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।