বগুড়া যাত্রীবাহী বাস থেকে ৪৭০ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ায় যাত্রীবাহি বাসে অভিযান চালিয়ে ৪৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রিয়াজুল ইসলাম (৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রবিবার ভোরে বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন মাঝিড়া ইউনিয়নের অন্তর্গত সাজাপুর গ্রামস্থ টিএমএস স্টেশনের সামনের পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে এআর ট্রাভেলস পরিবহনের একটি যাত্রীবাহি বাস থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রিয়াজুল ইসলাম (৩৪) কুড়িগ্রাম জেলা সদরের চেরেঙ্গা গ্রামের মৃত পনির উদ্দিনের ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, কক্সবাজার থেকে কুড়িগ্রামগামী এ আর ট্রাভেলস পরিবহনে যাত্রীবেশে এক ব্যক্তি নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বহন করে আসছে। এই গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোর ৫টার দিকে বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন মাঝিড়া ইউনিয়নের অন্তর্গত সাজাপুর গ্রামস্থ টিএমএস স্টেশনের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী রিয়াজুল ইসলামকে ৪৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।

র‌্যাব-১২, বগুড়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন এতথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়েছে।